হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে। এ মামলায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মৃত আবুল কাসেমের পুত্র মোঃ রফিককে (৩৬) পলাতক আসামী করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই সোমবার গভীর রাতে এসআই মহির উদ্দীন, এসআই নাজিম উদ্দীন ও এসআই দীপাঙ্করের নেতৃত্বে একটি বিশেষ দলকে অভিযানে পাঠানো হয়। পুলিশ দল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ সাবরাং কোয়াইনছড়ি পাড়ার মৃত আমির হোসেনের ছেলে এজাহার মাঝিকে (৪২) আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নাজিরপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে মোঃ রফিক (৩৬) পালিয়ে যায়। এছাড়া রাত ১১টার সময় মধ্যম জালিয়াপাড়ায় পৃথক অভিযানে পুলিশ ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ আলমের পুত্র মো: আব্দুল হোসেনকে (২৮) গ্রেফতার করে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পলাতক রফিকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করতঃ আদালতে সোপর্দ করা হয়েছে। ##
ইয়াবাসহ কুয়াইনছড়িপাড়ার এজাহার মাঝি ও জালিয়াপাড়ার আবদুল হোছন গ্রেপ্তার

আপনার মন্তব্য লিখুন