প্রেস নিউজ।।
কক্সবাজার পৌর নির্বাচনে ১০ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার সালাহ উদ্দিন সেতুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন স্টেডিয়াম পাড়ার সমাজ কমিটির পক্ষ থেকে কমিটির নেতৃ বৃন্দ।
২৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে কাউন্সিলার সালাহ উদ্দিন সেতুর কার্যালয়ে বিশিষ্ট সমাজ সেবক শ্রমিক নেতা এম ইউ বাহাদুরের নেতৃত্বে তারা নবনির্বাচিত কাউন্সিলারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন হসপিটাল রোডের বিশিষ্ট ব্যবসায়ী শ্রমিকনেতা মুহাম্মাদ ওসমান, স্টেডিয়াম পাড়া সমাজ কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম, মনির উদ্দিন, এরশাদুল হক, এফ সি ফাহিম, শাফায়াত হোসেন মুন্না, ইবরাহীম বাবু, আব্দুল গফুর,আনোয়ার হোসেন প্রমূখ।
এসময় তারা স্টেডিয়াম পাড়ার উন্নয়ন , নিরাপত্তাসহ এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত এলাকা করার নির্বাচনি ওয়াদার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন । এবং তিনি যদি চান তবে এই কাজে সহযোগিতার মাধ্যমে তার হাতকে আরো শক্তিশালী করার কথা বলেন নেতৃবৃন্দ।