দিসিএম ডেস্ক।।
ভারতের হরিয়ানায় ‘বাবা’ অমরপুরির বিরুদ্ধে শতাধিক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজ্যের ফতেহাবাদ জেলার তোহানার আশ্রম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার নারীর এক আত্মীয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধর্ষণের পাঁচটি ভিডিও ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
৬০ বছরের এই বাবার নাম অমরপুরি। হরিয়ানায় তিনি বিল্লু বাবা নামে পরিচিত।
ফতেহাবাদ জেলার ডেপুটি পুলিশ সুপার যোগিন্দ শর্মা বলেন, অভিযোগের ভিত্তিতে বাবা অমরপুরিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় আশ্রম থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর জিনিস জব্দ করা হয়। ডেরা থেকে উদ্ধার করা ১২০ জন নারীকে ধর্ষণের ভিডিও ফুটেজ থেকে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলেও জানান, তিনি।
অমরপুরিকে গ্রেপ্তারের পর তোহানা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে পাঁচ দিনের রিমান্ড দেন। পুলিশ ইতিমধ্যে সিল করেছে অমরপুরির ব্যবহৃত ঘর। ঘটনা প্রকাশ হওয়ার পর ধর্ষণের শিকার আরও দুই নারী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।
এদিকে অমরপুরির দাবি, ঘুষ দিতে রাজি না হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।