সংবাদ বিজ্ঞপ্তি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, বিএনপি নেতাকর্মীদের সাজানো ও মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করে নির্বাচনী কার্যক্রম দূরে রাখলেও ধানের শীষের ভোট কমবে না। বরং আরো বাড়ছে। কারণ কক্সবাজার পৌরসভার মানুষ অনেক সচেতন। ষড়যন্ত্রকারীদের এই নীল নকশার পরিকল্পনার ভোটারসহ সবাই বুঝে গেছে। ভোটারদের বলছি, আপনারা কোনোভাবে ভয় পাবেন না। নিশ্চিন্ত থেকে ধানের শীষে ভোট দেয়ার জন্য প্রস্তুত থাকুন। ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
গতকাল শুক্রবার (২০জুলাই) কক্সবাজার পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী রফিকুল ইসলামের ধানের শীষের সমর্থনে বড়বাজার এবিসি সড়ক, বদরমোকাম, পেশকার পাড়া, ঘোনাপাড়া, বৈদ্যঘোনা, মহেশখালীপাড়া, এন্ডারসন সড়ক, গোলদিঘীর পাড় রাখাইন পাড়া ও বাহারছড়ায় গণসংযোগ এবং পথসভায় তিনি একথা বলেন।

অন্যদিকে রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ রাশেদ মোহাম্মদ আলী নেতাকর্মীদের সাথে নিয়ে পেট্রোল পাম্প, মোহাজেরপাড়া, হাসপাতাল সড়ক, স্টেডিয়াম এলাকায় গণসংযোগ প্রচারপত্র বিলি করেন এবং সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময়সহ নানা কথা বলেন। অন্যান্যদের মধ্যে গণ সংযোগে অংশ নেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহেদুল ইসলাম লিটন ও ফারুক আজম। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।