দিসিএম ডেস্ক
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক ও রাজনীতিবিদ মনিরুল আলম চৌধুরী আজ সকাল ৭ টা ৪৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম মনিরুল আলম চৌধুরী রামু সমিতি,র প্রতিষ্ঠাতা উপদেষ্টা মরহুম আমিরুল কবির চৌধুরীর মামাত ভাই ও তাঁর দু সন্তান সাদ উল আলম ও সোয়াদ রামু সমিতির আজীবন সদস্য। মরহুম মনিরুল আলম চৌধুরীর শ্যালক বর্তমান বিচার বিভাগের বিচারপতি জে বি এম হাসান।
উল্লেখ্য, মরহুম মনিরুল আলম চৌধুরী প্রায় দু দশক দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
মরহুম মনিরুল আলম চৌধুরী’র মৃত্যুতে রামু সমিতি,ঢাকা গভীর শোকাহত।। রামু সমিতি সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সুজন শর্মা স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমের আত্নার শান্তি কামনা করার পাশাপাশি রামু উপজেলার উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মরহুমের বড় ছেলে সাদ উল আলম জানিয়েছেন, আজ মাগরিবের নামাযের পর দক্ষিণ মিঠাছড়িতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।