দিসিএম ডেস্ক
হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশার জন্য স্ত্রীর কাছে টাকা না পেয়ে নিজের দুই মাস বয়সী শিশু মেয়েকে আছাড় দিয়ে হত্যা করেছেন এক বাবা। একই সময়ে স্ত্রী ও অন্য সন্তানদেরও এলোপাতাড়ি মারপিট করেছেন তিনি। এ ঘটনায় লাখাই থানা পুলিশ মাদকসেবী ফাইজুল ইসলামকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, লাখাই উপজেলার মানপুর গ্রামের ফাইজুল ইসলাম নেশাগ্রস্ত হয়ে প্রায়ই স্ত্রীকে মারপিট করেন। আজ সন্ধ্যায় তিনি নেশা করার জন্য স্ত্রী নূরজাহান বেগমের কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ফাইজুল স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। মাকে বাচাঁতে অন্য তিন সন্তান এগিয়ে গেলে ফাইজুল তাদেরও মারপিট করেন। একপর্যায়ে খাটে ঘুমন্ত দুই মাসের শিশু মেয়ে ইকরা মনিকে ধরে ওপর থেকে মাটিতে ছুড়ে ফেলেন ফাইজুল। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু ইকরা মনি। নূরজাহান ও মেয়ে মারিয়া বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
