দিসিএম ডেস্ক
পাঁচ কিশোরীর সাথে একটি মাত্র ছেলে। সংখ্যাই ওরা ছয়জন। তবে পাঁচ নারীর মধ্যেই রয়েছে আধুনিকতার ছাপ। একজন ছাড়া বাকিদের সকলের রয়েছে আত্মীয়তার সম্পর্কও। তাদের প্রত্যেকের সাজ স্বজ্জা ও চলন বলনে যে কারো মনে হবে এরা কোন ধনীর দুলারী। তবে এরা সত্যিকারের কোন ধনীর দুলারী কিংবা সাধারণ কোন জনগণ নয়। এরা অসাধারণ প্রতিভাধারী, বুদ্ধিমত্তা সম্পন্ন অভিজাত চোর।
ছয় চোরেরই টার্গেট নগরীর বিভিন্ন অভিজাত ক্লাবে অনুষ্ঠিত বিয়ে বাড়ি আর চট্টগ্রাম নগরীর জমজমাট পার্ক। অতিথি বেশে দলবেধে এরা বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বর কিংবা কনের আত্মীয় পরিচয়ে মায়াবী কথা আর দুষ্টু চাহনিতে আগত অতিথিদের আকৃষ্ট করে অনায়াসেই মিশে যায়। কিছুক্ষণ অনুষ্ঠানস্থলে অবস্থান করে টার্গেট করে নেয় মক্কেল। আর সুযোগ বুঝে তার কাছ থেকে চিনিয়ে নেয় ভ্যানিটি ব্যাগ কিংবা দামি মোবাইল সেট।