দিসিএম
কক্সবাজার শহরের দক্ষিণ রুমলিয়ার ছড়া আশুঘোনা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এএইচএম তানভীর আহমেদ (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছেন। নিহত তানভীর কক্সবাজার সরকারী কলেজের মাষ্টার্সের গণিত বিভাগের মেধাবী ছাত্র, কক্সবাজার আইডিয়াল মাদ্রাসার শিক্ষক ও হাজী সোলাইমানের পুত্র ।
খবর নিয়ে জানাযায়, তানভীর তার বাড়ির নিকটবর্তী কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডের বাঁচা মিয়ার ঘোনায় ২৯ জুন শুক্রবার বেলা আড়াইটায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছে। পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ও ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদের সাথে নিহত তানভীরসহ একদল কর্মী নির্বাচনী প্রচারনা চালাতে গেলে আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদের প্রতিপক্ষের আরেকটি দলের সাথে ভিজিডি কার্ড বিতরনে অনিয়মের বিষয়ে কথাকাটি হয়।
একপর্যায়ে জামসেদকে নাজেহাল এবং প্রচারনা বন্ধ করে স্হন ত্যাগ করার জন্য হুমকি দেয় । তাতে তানভীর প্রতিবাদ করলে তানভীরকে উশৃঙ্খল সন্ত্রাসীরা তখন মারাত্মকভাবে ছুরিকাঘাত করে, ফলে তানভীর ঘটনাস্হলেই নিহত হয়।