দিসিএম
বিশ্বকাপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা এখন রাশিয়ায় অবস্হান করেছেন।তাদের মধ্যে রয়েছে কক্সবাজার বড় বাজার নবাব মার্কেটের মালিক মৃত ছৈয়দ আহমদের ছেলে নসরুল্লাহ ও তার পত্নি সুচনা কবির।
বিশ্বকাপে আজ ইরান আর পর্তুগালের খেলা । দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ আজকের ম্যাচটি। রাশিয়ার সারানস্কেতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় ম্যাচটি।
ইরান আর পর্তুগালের খেলা দেখতে গিয়ে বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতকা উড়িয়েছে কক্সবাজারের এই দম্পতি।
বিশ্ব কাপের গ্যালারি থেকে লাল-সবুজের পতাকা বুকে ধরে ছবি তুলে তাদের ফেসকুকে পোষ্ট করেন ।
বিশ্ব কাপের মাটে লাল-সবুজের পতাকার এই উপস্থিতি ছিল সত্যিই অসাধারণ। অবশ্য গ্যালারিতে আরও অনেকেই ছিল বাংলাদেশের।
আপনার মন্তব্য লিখুন