দিসিএম ডেস্ক
বান্দরবানের রাজবিলা ইউনিয়নে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজবিলা ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজবিলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত জানান, রাজবিলা ইউনিয়নের ঝংকা পাড়ার কাছের পাহাড় থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পা ও হাত পিছমোড়া করে বাঁধানো ছিল। মুখমণ্ডল পচে যাওয়ায় তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এদিকে পুলিশ মরদেহটি উদ্ধারের পর বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আপনার মন্তব্য লিখুন