অনলাইন ডেস্ক:
চোট কাটিয়ে বিশ্বকাপের আগেই ফিট হওয়ার ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ ।
সমর্থকদের উদ্দেশে এক টুইটার বার্তায় তিনি জানান, ‘এটি আমার জন্য খুব কঠিন রাত ছিল, কিন্তু আমি একজন যোদ্ধা। প্রতিকূলতা সত্ত্বেও, আমি আত্মবিশ্বাসী যে, আমি রাশিয়া বিশ্বকাপে খেলব। যাতে আপনারা সবাই গর্ববোধ করতে পারেন।’
‘আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি জোগাবে’, যোগ করেন সালাহ।
শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মারাত্মক চোট পান সালাহ। ম্যাচের ২৫তম মিনিটে সার্জিও রামোসের সাথে বল দখলের লড়াইয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলের তারকাকে। কিছুক্ষণ পর চিকিৎসা নিয়ে ফিরে আসলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ৩০তম মিনিটে কান্নাভেজা চোখে বিদায় নেন সালাহ।
দলের অন্যতম সেরা ফরোয়ার্ডের বিদায়ের পর রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারে লিভারপুল।
এদিকে ১৯৯০ সাল থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা মিশরের আশা ভরসা দূর্দান্ত ফর্মে থাকা সালাহকে নিয়ে।
চলতি মৌসুমে লিভারপুলের হয়ে অসাধারণ খেলেছেন সালাহ। সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪৪ গোল করেছেন। নির্বাচিত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়।
১৫ জুন গ্রুপপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশরের বিশ্বকাপ মিশন। ‘এ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ রাশিয়া ও সৌদি আরব।
বিশ্বকাপের আগেই সেরা ফুটবলার সালাহ চোট কাটিয়ে ফিরবেন বলে আশা করছে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন।