প্রেস বিজ্ঞপ্তিঃ
“দূর্ঘটনা রোধ ও ঈদে ঘরমুখো লোকজনের নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থার দাবীতে” কক্সবাজার যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে ২৭মে, রবিবার শহরের এক অভিজাত রেস্তোরাঁ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব ভিপি সৈয়দ করিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম ইউ বাহাদুরের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূম সিকদার,সাধারণ সম্পাদক এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম সাঃ সম্পাদক তৈয়ব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, পরিবহণ শ্রমিক নেতা মুহাম্মদ শাহাজান, এডভোকেট আমিনুল হক, ইঞ্জিনিয়ার মোতাহের হোছাইন প্রমুখ। বক্তারা কক্সবাজার শহরকে যানজট মুক্ত ও দুর্ঘটনা থেকে প্রবণ মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন