নিউজ ডেস্ক।। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা থেকে শুক্রবার সকালে নিখিল বেপারী (৩৩) নামের এক যুবকে আটক করে র্যাব। আটকের পর পাঁচারের জন্য নেয়া মা ও শিশুকে উদ্ধার করে মাদারীপুর র্যাব-৮।
এ ব্যাপারে শুক্রবার (১১ মে) বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, বরিশালের গৌরনদী উপজেলার নীলকান্তি বেপারীর ছেলে নিখিল বেপারী। ৮ বছর আগে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কর্নপাড়া এলাকার হিন্দু পরিবারের এক মেয়ের সাথে বিয়ে হয় তার।
এক বছর আগে ভারতে বসবাস করার জন্য স্ত্রীকে নিয়ে ভারতে যায় নিখিল। কৌশলে বিহারের পতিতালয়ে ৮০ হাজার রুপিতে স্থানীয় উজ্জল দালাল এর মাধ্যমে বিক্রি করে দেয় তার স্ত্রী’কে। পরে তাকে জোড় করে বিভিন্ন অশ্লীল ভিডিও ধারণ করে রাখে।
কিন্তু ওই মেয়ে কৌশলে ছয় মাস পরে পালিয়ে আসে। এরপর স্বামী আবার বিভিন্ন প্রলোভন ও অশ্লীল ভিডিওসহ ভয় দেখায়। শুক্রবার সকালে বাসে বেনাপোল যাওয়ার পথে কালকিনি ভুরঘাটা থেকে ঐ মেয়ের অভিযোগের ভিত্তিতে মাদারীপুর র্যাব-৮ ওই পাচারকারীকে আটক করে এবং মা ও শিশুকে উদ্ধার করে। এ ব্যাপারে কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক নারী পাচারকারীকে আটক করি। পাচারের উদ্দেশ্যে নেয়া মা ও শিশুকে উদ্ধার করেছি।
এ ব্যাপারে কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি অপরাধ স্বীকার করেছে।