প্রেস নিউজ
” রক্ত হলো স্রষ্টার দান, রক্ত দেবো অবিরাম ” শ্লোগানকে সামনে রেখে থ্যালাসেমিয়া ও রক্তদানে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেন “কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব-cbdc”। ২রা মে , বুধবার , কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল পশ্চিম লারপাড়া এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করেন ” বেগম রোকেয়া এন্ড ফায়েদ এন্টারপ্রাইজ ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি। সকাল: ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্পিং অব্যাহত থাকে । এতে স্থানীয় জনসাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে। এ সময় মোট ৩২৩ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আপনার মন্তব্য লিখুন