দিসিএম:
টেকনাফে ৪৯ হাজার ৯০০ টি ইয়াবা সহ মো. নুরুল আবছার (৩১) নামের এক বাস চালককে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার দুপুর ১২ টায় টেকনাফের উত্তর বরইতলী বায়তুর রহমান জামে মসজিদের সামনে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে এসব উদ্ধার করা হয়।ধৃত চালক টেকনাফের দক্ষিণ হাজী পাড়ার আবুল হোসেনের ছেলে। সেসময় ইয়াবা পরিবহনের দায়ে কক্সবাজার মেট্রো-জ-১১-০০৭৫ নম্বরের বাসটিও জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, কক্সবাজারগামী যাত্রীবাহি বাসের চালকের দেহ তল্লাশী করে ৫০০ টি ইয়াবা উদ্ধার করা হয়। আর আটকের দেওয়া তাৎক্ষনিক তথ্যমতে ৪৯ হাজার ৪০০ টি ইয়াবা বাসের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপার্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন