দিসিএম
কক্সবাজার সদর খরুলিয়ার ঘাট পাড়ার মৃত আব্দুল খালেককে সিতাকুন্ড থেকে জীবিত উদ্ধার করেছে। বর্তমানে সে ডিবির হেফাজতে রয়েছে ।
গত ১৯ এপ্রিল ২০১৮ সন্ধ্যায় ঈদগাওঁ স্টেশনের পাশের জলাশয়ে বস্তা মুড়ানো অবস্থায় একটি লাশকে তার পরিবার খালেক দাবি করে কবর দেওয়া হয়।
কক্সবাজার ডিবির দায়িত্বপ্রাপ্ত চৌকস পুলিশ কর্মকর্তা মানষ বড়ুয়া ও এস আই দেলোয়র এবং খরুলিয়া ৮নং ওয়ার্ডের আব্দুর রশিদ মেম্বারের সাহসিকতায় সীতাকুন্ড থেকে গত রাতে জীবিত উদ্ধার করেন।
আপনার মন্তব্য লিখুন