প্রেস নিউজ
নানা কর্মসূচির মাধ্যমে কক্সবাজার হোটেল শ্রমিক ইউনিয়ন ডুলহাজারা শাখা ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করেন । ৩০ শে এপ্রিল রাত ১০ টায় ডুলহাজারা স্টেশনে শ্রমিক সমাবেশ। রাত ১২ টার পর ১লা মে হোটেল শ্রমিকদের মাঝে পরিচয় পত্র বিতরণ এবং বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কক্সবাজর হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি , মানবাধিকার নেতা আমিনুল ইসলাম হাসান ।
অনুষ্ঠান শেষে জয়নাল আবেদিন (সোনামিয়া মেম্বার) এবং জমির উদ্দিনের নেতৃত্বে ‘দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ কর করতে হবে, মে দিবস দিচ্ছে ডাক শোষকদের হাত নিপাত যাক’ দুই ঈদে দু-বোনাস দিতে হবে দিতে হবে ইত্যাদি শ্লোগানে শ্নোগানে হোটেল শ্রমিকরা রাজপথ মুখরিত করে তুলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কক্সবাজর হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি , মানবাধিকার নেতা আমিনুল ইসলাম হাসান ।
আলোচনা সভায় প্রথান অতিথি বলেন আজ দেশের হোটেল ও রেস্তোরাঁর ৯৮ শতাংশ শ্রমিককেই আট ঘণ্টার বেশি কাজ করতে হয়। শ্রমিকের মর্যাদার জন্য যে ঐতিহাসিক মে দিবসের আন্দোলন হয়েছিল শ্রমিকেরা সেই দিনটিতেও ছুটি ভোগ করতে পারেন না। দুই ঈদে দু-বোনাস, আপদকালীন ভাতাসহ শ্রমিকদেরকে সরকার ঘোষিত সমস্ত উৎসব ভাতার আওতায় আনার দাবী জানান প্রধান অতিথি।
ডুলহাজারা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন (সোনামিয়া মেম্বার) সভাপতিত্বে আলোচনা সভা ও পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান সনঞ্চালনা ছিলেন ডুলহাজারা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জমির উদ্দিন ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। ডুলহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন। ডুলহাজারা মারুফিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি ডা: ফরিদুল হক। ডুলহাজারা বাজার ব্যাবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি মুফিজ উদ্দিন। পেকুয়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোছাইন প্রমুখ।