আবদুর রাজ্জাক,কক্সবাজার :
মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার জেলার মানব পাচারকারী চক্রের শীর্ষ গডফাদার জলদস্যু সম্রাট বহু অপকর্মের হোতা ও একাধিক মানবপাচার মামলার আসামী আবদু সবুর কোম্পানীকে গ্রেফতার করেছে। আজ বুধবার(২৫ এপ্রিল) বিকালে মহেশখালী থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দাকার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আবদু সবুর কোম্পানী মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দাকার পাড়া এলাকার মৃত জাপ্পরের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মহেশখালীসহ জেলার বিভিন্ন থানায় মানব পাচার ও জলদস্যুতার মামলা রয়েছে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখাকালিন সময় (আজ রাত ১০ টা ৩০ মিনিট)পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য তার আস্তানায় অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) শফিকুর রহমান।
মানবপাচারকারী চক্রের গড ফাদার মহেশখালীর জলদস্যু আবদু সবুর আটক

আপনার মন্তব্য লিখুন