মিজানুর রহমান
বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৫,০০০ শিশু সহ ২০,০০০ মানুষ পানিতে ডুবে মারা যায়। কক্সবাজার জেলায় পানিতে ডুবা প্রতিরোধে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনষ্ট্রিটিউট (আরআনএলআই) ইউ কে এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় সি-সেইফ নামে একটি প্রকল্প গ্রহন করে, কার্যক্রমটি ২০১৪ সাল থেকে কক্সবাজার জেলায় সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। প্রকল্পটির আওতায় সৈকতে লাইফ গার্ড সেবা, শিশুদের সাঁতার শেখানো, স্কুল সহ সমাজে বসবাসরত মানুষের মাঝে পানির নিরাপত্তা সংক্রান্ত শিক্ষা প্রদান করা হয়। লাইফ গার্ড প্রকল্পের আওতায় এই পর্যন্ত ২৪৯ জনকে উদ্ধার করেছে এবং ৩৫,০০০ স্কুলের শিশুকে পানির নিরাপত্তা সংক্রান্ত শিক্ষা প্রদান এবং ৯০০ জন শিশুকে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রকল্পটি দেখতে প্রিন্সেস সারলিন মোনাকো ফাউন্ডেশন এর সিনিওর ম্যানেজার মিসেস কিমবারিলি জারভিস গত ১৪ তারিখে কক্সবাজারে আসেন এবং তিনি সারাদিন প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এই প্রকল্পের কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে অর্থায়নের জন্য প্রতিশ্রুতি দেন।
ঠিকানা – বালিকা মাদ্রাসা সড়ক, কক্সবাজার ।
যোগাযোগ- ০১৮৪০-২৪৫০৪০ ( মাহফুজ )