হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফের উপকুলে যৌথ অভিযান চালিয়ে দেড় লক্ষ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। তাছাড়া ৫০টি বাগদা চিংড়ির পোনা ধরার মশারি নেট জব্দ করে ধ্বংস করা হয়।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন ‘১৯ মার্চ টেকনাফ উপজেলার বাহারছড়া, টেকনাফ সদর, সাবরাং ইউনিয়নের বিভিন্ন মাছ ঘাটে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫০টি বাগদা চিংড়ির পোনা ধরার মশারি নেট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে’।
আপনার মন্তব্য লিখুন