প্রেস বিজ্ঞপ্তি:
কুতুবদিয়া উপজেলার আলোচিত মোজাম্মেল হক কুতুবী ইন্তেকাল করেছেন ।ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।তিনি আজ ৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে বেলা ১১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
আলোচিত মোজাম্মেল হক কুতুবী কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য । তিনি ১৯৯১ সনের প্রলংকরী ঘূর্নিঝড়ে মা,বাবা,ভাই,ভাতিজা, ভাইপুসহ ১৭ জন সদস্য হারানো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ে জীবন অতিবাহিত করেন।
মত্যুকালে তিনি স্ত্রী-দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৯৯১ সনের ঘূর্ণিঝড়ের পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কুতুবদিয়া দ্বীপের ঘূর্ণিদূর্গত শোকার্ত মানুষের পাশে এলে ১৭ জন স্বজনহারা মোজাম্মেল হক কুতুবীকে সাথে করে ঢাকায় নিয়ে যান তিনি। তখন থেকে মোজাম্মেল হক কুতুবী ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আমৃত্যু কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি ধানমন্ডি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্বপালন করেছেন। তিনি রামু উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমেদ বিএ এর জামাতা।