ইমাম খাইর,
কক্সবাজার উত্তর বন বিভাগ এর ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া বিটের মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কের নার্সারীর জন্য সংরক্ষিত জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।
বনের জমি উদ্ধারের এই অভিযানে ফুলছড়ি রেঞ্জের স্টাফগণ অংশগ্রহণ করেন।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, কিছু অসাধু, দখলবাজ প্রকৃতি লোক বনভূমি দখল করে যাচ্ছে। তাতে স্থানীয় প্রভাবশালীদের ইন্দন ও যোগাসাজস রয়েছে। সরকারি বনভূমি রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না।
বনখেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া।
আপনার মন্তব্য লিখুন