জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেনের আয়োজনে বান্দরবান পুলিশ সুপারের সার্বিক ব্যবস্হাপনায় মহান বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (বুধবার)১৬ ডিসেম্বর রাত ৯টায় থানা’ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
রামুর গর্জনিয়ার পুলিশ ফাড়িঁর অাইসি ফরহাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন।
অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অাবু তাহের কোম্পানি, সহসভাপতি এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যন নুরুল অাবছার ইমন,গর্জনিয়া পুলিশ ফাড়িঁর অাইসি ফরহাদ হোসেন,সোনাইছড়ি অাইসি মির্জা জহির উদ্দিন,বাইশারী অাইসি এনামুল হক প্রমুখ।
এ খেলায় ঘুমধুম ইউনিয়নের পুলিশ ফাড়িঁর পুলিশ অফিসার জীবন চৌধুরী -খালেদ মোশারফ জুটি ২-১ সেটে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ অফিসার জাফর ইকবাল -নুরুল ইসলাম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।অতিথি গণ খেলায় বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।