এম ইউ বাহাদুর
কক্সবাজার চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি ছালামত উল্লাহ খান মারা গেছেন। মহেশখালীর যুদ্ধাপরাধ মামলায় কারান্তরীণ অবস্থায় আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ইন্নালিল্লাহে ওইন্নাইলাইহে রাজিউন।
ছালামত উল্লাহ খান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ফারুক খান কায়সারের পিতা ।
ছালামত উল্লাহ খান মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ফকিরাঘোনার মরহুম হামিদ বক্স’র পুত্র।
তিনি দির্ঘদিন কিডনি, হৃদরোগ ও ফুসফুসে জনিত রোগে গুরতর অসুস্থ হলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের অধীনে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ৭টায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
২০১৫ সালের ৩ মার্চ যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর ঢাকাস্থ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।